স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রাজনৈতিকভাবে প্রতিহত করব
‘স্বাধীনতাবিরোধী অপশক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে তাদেরকে আমরা রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে, প্রশাসনের মাধ্যমে প্রতিহত করব এবং তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করব।’
আজ বুধবার বিকেলে মাদারীপুরের সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতীবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নামিস আরও বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঘৃণা প্রকাশের জন্য স্বাধীনতার ৪৬ বছর পর সংসদে প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ বছরই প্রথম ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালন করা হবে।
অনুষ্ঠানে তাঁতীবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মকবুল হোসাইন খানের সভাপত্বিতে আরো বক্তব্য দেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আজাদুর রহমান আজাদ মুন্সী, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা সাধারণ সম্পাদক বদিউজ্জামান খান জামাল, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউর রহমান, মস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. কুদ্দুস মল্লিক, তাঁতীবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জিয়াউর রহমান প্রমুখ।