সাতক্ষীরায় নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক ২৮

জামায়াতের ডাকা হরতালে নাশকতা পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরার বিভিন্ন জায়গা থেকে ২৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত তাঁদের আটক করা হয়।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, আটক ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী। হরতালে নাশকতা চালাতে পারে—এমন আশঙ্কায় তাঁদের আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময় করা নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
এদিকে, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায়ের প্রতিবাদে দলটি আজ বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে। এতে সাতক্ষীরায় কোনো সাড়া মেলেনি। জেলাব্যাপী সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। সকালে সাতক্ষীরা থেকে ঢাকামুখী কোনো পরিবহন টার্মিনাল ছেড়ে যায়নি।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাসিম ফারুক খান মিঠু জানান, ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হরতালে সব ধরনের দোকানপাটও খোলা রয়েছে।
এ ছাড়া হরতালের সমর্থনে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের কোনো কর্মীকে মাঠে দেখা যায়নি। কোনো মিছিল ও পিকেটিংও হয়নি।