রাজশাহীতে জামায়াত নেতা গ্রেপ্তার

নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে রাজশাহীর স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে পূর্ব জেলা জামায়াতের আমির মোস্তফা জালালকে গ্রেপ্তার করা হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বানেশ্বর এলাকায় অভিযান চালায়। এ সময় বহু মামলার আসামি মোস্তফা জালালকে গ্রেপ্তার করে।
জামায়াতের এই নেতার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড ও ভাঙচুরের মামলা রয়েছে বলেও জানান ওসি।