গুলশান হামলা : নব্য জেএমবির ‘অস্ত্রপ্রধানের’ স্বীকারোক্তি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/03/26/photo-1490527769.jpg)
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলায় নব্য জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ‘অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান’ মিজানুর রহমান ওরফে বড় মিজান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার ঢাকার মহানগর হাকিম নূর নবীর আদালতে মিজানুর রহমান এ স্বীকারোক্তি দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
আনিসুর রহমান জানান, আজ মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাউন্টার টেররিজমের পরিদর্শক হুমায়ুন কবির আসামি মিজানকে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
এর আগে মিজানকে দারুস সালাম থানার অস্ত্র মামলায় রিমান্ডে নেয় পুলিশ। মামলাটি ২০১৬ সালের ২ নভেম্বরে করা হয়। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) দাবি করে, বড় মিজানকে গত ২৮ ফেব্রুয়ারি রাতে বনানীর কাকলী লেভেল ক্রসিংয়ের কাছাকাছি একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বড় মিজান নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী চক্রের প্রধান বলে পুলিশ দাবি করেছে।
পুলিশের ভাষ্য, বড় মিজান নব্য জেএমবির চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ এলাকার প্রধান দায়িত্বশীল ব্যক্তি। এর আগে তিনি জুন্দ আল তাওহিদ নামের একটি জঙ্গি সংগঠনের প্রধান সামরিক কমান্ডার ছিলেন। পরবর্তী সময়ে তিনি গুলশান হামলার অন্যতম হোতা হিসেবে পরিচিত তামিম চৌধুরীর মাধ্যমে নব্য জেএমবিতে যোগ দেন।
পুলিশের দাবি, বড় মিজানের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তকেন্দ্রিক অস্ত্র ও গ্রেনেড তৈরির উপকরণ, বিস্ফোরক ও জেল চোরাচালানের একটি চক্র বা সিন্ডিকেট তৈরি হয়, যারা নব্য জেএমবির প্রায় সব অস্ত্রশস্ত্র সরবরাহ করে আসছিল।