খুলনায় বাস খাদে পড়ে চারজন নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নতুন রাস্তায় খুলনা-সাতক্ষীরা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ওই বাসে করে সাতক্ষীরার হিন্দু ধর্মের লোকজন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির বারুণী স্নান উৎসব শেষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে ফিরছিলেন। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস এসব তথ্য জানিয়েছেন।
ওসি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বাসটি উপজেলার নতুন রাস্তায় এসে একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে চারজন নিহত ও ২০ জন আহত হয়।
ঘটনাস্থল থেকে যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন গোলক বিশ্বাস, লাল্টু সরদার, রাজেশ সরদার ও কৃষ্ণ প্রসাদ মণ্ডল। তাঁরা সবাই শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। তাঁদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি সুভাষ বিশ্বাস জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উপরে উঠানো হয়েছে। নিহতদের মরদেহ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এদিকে দুর্ঘটনায় চারজন পুণ্যার্থীর নিহত হওয়ার খবরে সাতক্ষীরায় শোকের ছায়া নেমে এসেছে। শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, লাশগুলো এখনো ডুমুরিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে নিয়ে আসা হবে।