আইন ভাঙলে পয়েন্ট হারাবেন চালক, শূন্য হলে লাইসেন্স বাতিল
গাড়ি চালানোর সনদ (ড্রাইভিং লাইসেন্স) নেওয়ার সময় চালকরা ১২ পয়েন্ট পাবেন। এরপর আইন ভাঙলে পয়েন্ট কমতে থাকবে। শূন্য হলে লাইসেন্স কেড়ে নেওয়া হবে।
এ-সংক্রান্ত সড়ক পরিবহন আইন, ২০১৭-এর খসড়ায় নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা। এটি তৈরি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে শেষে মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, কেউ লাইসেন্স ছাড়া বা জাল লাইসেন্স দিয়ে গাড়ি চালালে তাঁকে দুই বছর কারাদণ্ড অথবা তিন লাখ টাকা জরিমানা করা হবে। ফিটনেসবিহীন যানবাহন চালালে মালিক ও চালকের এক বছর জেল অথবা এক লাখ টাকা জরিমানা করা হবে। বেপরোয়াভাবে যানবাহন চালিয়ে কোনো দুর্ঘটনা ঘটালে তিন বছর জেল অথবা ২৫ লাখ টাকা জরিমানা করা হবে।
সচিব আরো জানান, বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনায় কোনো মানুষ নিহত হলে সেটি হত্যাকাণ্ড হিসেবে দণ্ডবিধি অনুযায়ী বিচার হবে। হত্যাকাণ্ডের জন্য আদালত দণ্ডবিধি ৩০২ ধারা প্রয়োগ করে মৃত্যুদণ্ড অথবা ৩০৪ ধারা প্রয়োগ করে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবেন। অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য ৩০৪/বি ধারা প্রয়োগ করে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করতে পারবেন আদালত।
শফিউল আলম জানান, উন্নত রাষ্ট্রের মতো আমাদের দেশের চালকদের জন্য লাইসেন্সের পয়েন্ট রাখার প্রস্তাব করা হয়েছে। এটি কার্যকর হলে চালকরা যানবাহন চালানো ক্ষেত্রে সতর্ক থাকবেন।
সচিব জানান, আইন অনুযায়ী সড়ক পরিবহন আইন ভাঙলে এখন থেকে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট হারাবেন চালকরা। বিভিন্ন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ১২টি পয়েন্ট নির্ধারিত থাকবে। আইনভঙ্গের মাত্রা অনুযায়ী চালকরা পয়েন্ট হারাবেন। ১২ পয়েন্ট শূন্যে নেমে এলে লাইসেন্স কেড়ে নেওয়া হবে বলে জানান শফিউল।
সচিব আরো বলেন, আইনটি মূলত সামরিক সরকারের আমলে করা। এটিকে আরো হালনাগাদ করে ও অনেক বিধান সংযোজন-বিয়োজন করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে।