ব্লগার অনন্ত হত্যা : সাংবাদিকের জামিন নামঞ্জুর
বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গ্রেপ্তার সিলেটের আলোকচিত্র সাংবাদিক ইদ্রিস আলীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ইদ্রিসের জামিন আবেদন করলে সিলেটের মহানগর হাকিম আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন তা নামঞ্জুর করেন। বার্তা সংস্থা বাসস জানায়, আদালত আগামী ২৩ জুন মামলার পরবর্তী শুনানির দিন রেখেছেন বলে জানিয়েছেন ইদ্রিসের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল গাফফার।
গত ১২ মে সিলেটের সুবিদবাজার এলাকায় মুক্তমনার ব্লগার ও সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার দিনগত রাতে নিহতের বড়ভাই রত্নেশ্বর দাশ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে বিমান বন্দর থানায় মামলা করেন।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম প্রথমে মামলাটি তদন্তের দায়িত্ব পেলেও হত্যাকারীদের কেউ গ্রেপ্তার বা শনাক্ত না হওয়ায় তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে।
গত ৭ জুন রাতে দৈনিক সংবাদ ও সবুজ সিলেটের আলোকচিত্র সাংবাদিক ইদ্রিস আলীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেয় সিআইডি।
ঢাকায় সিআইডি সদর দপ্তরে রেখে জিজ্ঞাসাবাদের পর ইদ্রিসকে গত সোমবার সিলেটের আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠান।