জঙ্গিরা বিস্ফোরণ ঘটিয়ে আত্মহনন করেছে : পুলিশ

মৌলভীবাজার সদর উপজেলার ফতেপুরে (এলাকাটি নাসিরপুর নামেও পরিচিত) ‘জঙ্গি আস্তানা’য় থাকা ‘জঙ্গিরা’ আইনশৃঙ্খলা বাহিনীর ‘অপারেশন হিটব্যাক’ শুরু হওয়ার পর পরই পালানোর পথ না পেয়ে বিস্ফোরণের মাধ্যমে নিজেদের উড়িয়ে দিয়েছে বলে ধারণা করছে অভিযানের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে এই অভিযান। এতে সাত থেকে আটজন নিহত হয়েছে বলে সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
মৌলভীবাজার শহরের বড়হাট ও সদর উপজেলার ফতেপুর এলাকায় গত বুধবার থেকে ঘেরাও করে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই বাড়ি দুটির মালিক লন্ডনপ্রবাসী সাইফুর রহমান।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান বলেন, ‘বাড়ির ভেতরে ঢুকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মানুষের দেহের বিভিন্ন অংশ ছড়ানো। সেটি খুব বীভৎস চিত্র। সেটি আপনারা ধারণ করলেও প্রচার করতে পারবেন না। এতটাই বীভৎস। এ থেকে গন্ধও বেরিয়েছে।’
‘আমরা ধারণা করছি, সোয়াত যখন প্রথম অভিযান শুরু করে, তারা যখন দেখে যে পালানোর আর কোনো পথ নেই, তখনই সম্ভবত তারা সপরিবারে বিস্ফোরণ ঘটিয়ে আত্মহনন করেছে। ডেডবডির বিভিন্ন অংশ, কোনো ডেডবডি আসলে অক্ষত নেই। ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে দুটো রুমে ছড়িয়ে-ছিটিয়ে আছে। মাথা-পা একেকটা একেক জায়গায়’, যোগ করেন মনিরুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানার মধ্যে ফতেপুরে ‘অপারেশন হিট ব্যাক’ নামে সোয়াটের এই অভিযান শুরু হয়। রাতে অভিযান বন্ধ করে দিয়ে আজ ভোর থেকে শুরু করার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা শুরু হয়নি। সকাল সাড়ে ৭টায় সোয়াটের একটি দল ফতেপুরের জঙ্গি আস্তানায় পৌঁছায়। সকাল ৮টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ফতেপুরের জঙ্গি আস্তানার বাড়িতে পৌঁছায়। পরে সকাল সাড়ে ১০টা থেকে অভিযান শুরু হয়।
অভিযান শুরুর পর দুপুর ১২টার কিছু আগে থেকে টানা গুলির শব্দ শোনা যায়। এ সময় বেশ কয়েক দফায় ঘটনাস্থলে থেকে থেমে থেমে গুলি চলে। বেলা ১টা ৪ মিনিটে ফতেপুরের জঙ্গি আস্তানা থেকে বড় একটি বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এরপর সোয়াটের সদস্যরা ওই বাড়ির ভেতরে গ্যাস ছোড়েন। এ সময় ঝাঁজাল গ্যাসে পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায়। এর পর থেকে আবারও ওই বাড়ির আশপাশ থেকে টানা গুলির শব্দ শোনা যায়।
এদিকে শহরের বড়হাট এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানাটি ঘেরাও করে রেখেছে পুলিশ। সকালে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এ এলাকা দিয়ে কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না।