নড়াইলে ‘জমি নিয়ে’ বিরোধে গৃহবধূ খুন

নড়াইলে রুমি বেগম নামে এক গৃহবধূ খুন হয়ে হয়েছেন। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে বলে জানা গেছে।
আজ শুক্রবার সকালে নড়াগাতী থানার কচুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় নিহতের স্বামী বাবুল শেখ আহত হয়েছেন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে নড়াইলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান জানান, জমি নিয়ে প্রতিবেশী দুলু শেখের সঙ্গে বাবুল শেখের বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার বাবুল শেখ আদালতে একটি মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে আজ সকালে দুলুর নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাবুলের বাড়িতে হামলা করে। এ সময় দুর্বৃত্তরা বাবুলের স্ত্রী রুমিকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে। ধারালো অস্ত্রের আঘাতে বাবুল গুরুতর আহত হন। তাঁকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।