সিলেটে হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডন হাসান (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ওসমানী হাসপাতালের প্রধান ফটকের সামনে হাসানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত হাসান নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। শাওন নামের এক স্কুলছাত্র হত্যা মামলার আসামি ছিলেন তিনি। কিছুদিন আগে এই মামলার কয়েকজন সাক্ষীকে পিটিয়ে আহতও করেন হাসান।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ বলেন, শত্রুতার জের ধরে হাসানকে খুন করা হতে পারে। আবু সিনা ছাত্রাবাসের সামনে কয়েক মাস আগে একটি হত্যার ঘটনা ঘটে। নিহত ডন হাসান ওই মামলার আসামি। এই মামলার কয়েকজন সাক্ষীকে মেরে আহত করেন তিনি। শুক্রবার রাতে ওসমানী মেডিকেলের সামনে পেয়ে প্রতিপক্ষের লোকজন তাঁকে কোপাতে পারে।