মুন্সীগঞ্জে ৩০ মণ জাটকা জব্দ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা এলাকা থেকে ৩০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার ভোর ৫টার দিকে কোস্টগার্ড কমান্ডার (মাওয়া) সাইফুল্লাহ বাহারের নেতৃত্বে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে সাইফুল্লাহ বাহার জানান, আজ ভোরে মাওয়া চৌরাস্তা এলাকা দিয়ে এসব জাটকা ঢাকায় নেওয়া হচ্ছিল। জেলেরা এগুলো এক জায়গায় স্তূপ করে রেখে আশপাশে পিকআপভ্যানের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরো জানান, সকাল ৭টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিছ তালুকদারের উপস্থিতিতে মাওয়া এলাকাসংলগ্ন চৌরাস্তায় জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।