বরিশালে ২০ মণ জাটকা আটক
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে নৌপুলিশ অভিযান চালিয়ে ২০ মণ জাটকা আটক করেছে।
নৌপুলিশের বরিশাল জোনের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মোতালেব জানান, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে তাদের টিম গতকাল সোমবার রাতে মেহেন্দিগঞ্জের ভাসানচরের কালাবদর নদীতে অভিযান চালায়। এ সময় একটি নৌকাসহ পাঁচড্রাম জাটকা জব্দ করা হয়। অভিযানে কাউকে আটক করা যায়নি।
পরে আটক জাটকাগুলো বরিশালে দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।