দাওয়াত করে এনে বন্ধুকে হত্যা, সাজা যাবজ্জীবন

বন্ধুকে বাড়িতে দাওয়াত করে এনে কুপিয়ে হত্যার দায়ে সাতক্ষীরায় আসাদুল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার বিকেলে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন। মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দাশ কার্তিক চন্দ্র এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, প্রবাসে একসঙ্গে থাকার সুবাদে আবদুল মান্নানের সঙ্গে বন্ধুত্ব হয় কলারোয়ার দলুইপুরের আসাদুল ইসলামের। ২০১১ সালের ২৬ মার্চ বন্ধু মান্নানকে নিজের দলুইপুরের বাড়িতে দাওয়াত করেন আসাদুল ইসলাম। দুপুরে ভাত খাওয়ার সময় আসাদুল তাঁর বন্ধু মান্নানকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করেন।
প্রবাসে থাকাকালে তাদের মধ্যে নানা বিষয়ে মতবিরোধ দেখা দেয়। এসব নিষ্পত্তির কথা বলেই মান্নানকে দাওয়াত করা হয় বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় নিহত মান্নানের শ্বশুর যশোরের মনিরামপুর থানার চাকলা গ্রামের আবুল কালাম আজাদ কলারোয়া থানায় একটি মামলা করেন।
শুনানি শেষে মামলার একমাত্র আসামি আসাদুল ইসলামকে আজ যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।