সরকার মানুষের অধিকার হরণ করেছে : ফখরুল

ঠাকুরগাঁওয়ে শুক্রবার রাতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র বিপন্ন হয়েছে। এই সরকার মানুষের অধিকার হরণ করে রেখেছে।
গতকাল শুক্রবার রাতে ঠাকুরগাঁও পৌরসভার কমিউনিটি সেন্টারে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশে মানুষের বাকস্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই। এই সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে পেটুয়া বাহিনীতে পরিণত করেছে।
দেশে গণতন্ত্র, মানুষের অধিকার ফিরিয়ে আনতে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সৈয়দ আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, সমিতির সাবেক সভাপতি আইনজীবী আবদুল হালিম।