খুলনা থেকে ট্রেন ছাড়ল কলকাতার পথে

খুলনা ও কলকাতার মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ শনিবার সকাল ৮টা ১০ মিনিটে খুলনা রেলস্টেশন থেকে কলকাতার পথে মৈত্রী এক্সপ্রেস-২ যাত্রা শুরু করে।
ট্রেনটি সকাল ১০টার পর বেনাপোল সীমান্তে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে রেলমন্ত্রী মুজিবুল হক এই মৈত্রী এক্সপ্রেসকে স্বাগত জানাবেন।
খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মৈত্রী এক্সপ্রেসটির উদ্বোধন করবেন।
সংসদ সদস্য মিজানুর রহমান বলেন, ‘আমরা অত্যন্ত খুশি ও আনন্দিত। এটা আমাদের আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নের জন্য মাইলফলক। দুই দেশের বন্ধন আমরা আরো দৃঢ় করতে চাই।’
এ সময় খুলনাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সংসদ সদস্য।
খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার কাজী আমিরুল ইসলাম জানান, সরকারি ৩৯ জন কর্মকর্তা নিয়ে মৈত্রী এক্সপ্রেস যাত্রা শুরু করেছে। এ ছাড়া এই ট্রেনে খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান বেনাপোল পর্যন্ত যাবেন।
কাজী আমিরুল ইসলাম আরো জানান, এই মৈত্রী এক্সপ্রেসটিতে চারটি শীততাপ নিয়ন্ত্রিত বগি ও একটি খাবারের বগি রয়েছে। একজন চালক ও চারজন সহকারী রয়েছেন ট্রেনটিতে। এ ছাড়া বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেনসহ রেলওয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
আজ ট্রেনটি খুলনা থেকে বেনাপোল বন্দরে পৌঁছাবে। পরে সীমান্ত পাড়ি দিয়ে কলকাতায় পৌঁছাবে। আগামীকাল রোববার সকাল ৮টায় পুনরায় ট্রেনটি খুলনার উদ্দেশ্যে রওনা হবে।
খুলনা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক জানান, এখনো মৈত্রী এক্সপ্রেস-২ ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়নি।
দীর্ঘদিন পর খুলনার সঙ্গে কলকাতার ট্রেন যোগাযোগ চালু হওয়ায় উৎসুক জনতা সকালে স্টেশন চত্বরে এসে ভিড় করেন।