নববর্ষবরণ নিয়ে মার্কিন দূতাবাসের ভিডিও

বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এ দিন বাঙালি জাতি-ধর্ম-বর্ণের বিভেদ ভুলে, সাম্প্রদায়িকতা ভুলে প্রাণে প্রাণ মিলিয়ে একাট্টা হয়ে যায়। উৎসাহ-উদ্দীপনায় নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য উপস্থাপনের মধ্য দিয়ে বাঙালি উদযাপন করেন প্রাণের এই উৎসব।
বৈশাখী উৎসব এখন আর শুধু বাঙালির মধ্যেই সীমাবদ্ধ নেই। অনেক দিন আগে থেকেই এ উৎসব বৈশ্বিক মাত্রা পেয়েছে।
আজ শুক্রবার উৎসবের দিনটিতে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়েছে। সেই সঙ্গে নানা আয়োজনের মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করেছেন দূতাবাসের কর্মকর্তারাও।
সকালে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে নববর্ষবরণ নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে ‘আইলো আইলো আইলো রে, রঙা ভরা বৈশাখ আবার আইলো রে…’
মার্কিন দূতাবাসের নববর্ষের ভিডিওটি দেখুন-