ভাসমান ট্রলারে বৃদ্ধের রক্তাক্ত লাশ

নড়াইল সদর উপজেলায় চিত্রা নদীর ভদ্রবিলা ঘাট এলাকায় ভাসমান ট্রলার থেকে এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজনের দাবি, ওই বৃদ্ধের নাম মোসলেম (৬০)। তাঁর বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার চানপুর গ্রামে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, নড়াইলের ভদ্রবিলা এলাকায় চিত্রা নদীতে চালকবিহীন ট্রলারটি দীর্ঘক্ষণ ভাসতে দেখে লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ট্রলারের ভেতর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে।
ওসি আরো জানান, কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি।