নড়াইলের একটি ইউপিতে আওয়ামী লীগ জয়ী

মারিয়া হোসেন রুমা। ছবি : এনটিভি
নড়াইলে একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন। আজ রোববার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কোটাকোলের ওই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মারিয়া হোসেন রুমা জয়ী হয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন জানিয়েছেন, নৌকা প্রতীক নিয়ে রুমা পেয়েছেন তিন হাজার ৩৬৩ ভোট।
রুমার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম পেয়েছেন দুই হাজার ৬৬২ ভোট। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করেন তিনি।