কোটালীপাড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে জেলের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বজ্রাঘাতে সমীর বাড়ৈ (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সমীর বাড়ৈ লখন্ডা গ্রামের সাধন বাড়ৈর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সমীর বাড়ৈ মঙ্গলবার মধ্যরাতে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। তিনি রাতে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা সকালে তাকে খুঁজতে বের হয়। বিলের পাশ থেকে অচেতন অবস্থায় সমীরকে উদ্ধার করে তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. আসাদুজ্জামান বলেন, আমাদের এখানে নিয়ে আসার আগেই সমীর বাড়ৈর মৃত্যু হয়েছে। তাকে দেখে মনে হচ্ছে, বজ্রাঘাতে তার মৃত্যু হয়েছে।