খুলনার আটলিয়া ইউপিতে আ. লীগ জয়ী

খুলনার ডুমুরিয়া উপজেলার ৫ নম্বর আটলিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রতাপ কুমার রায় বিজয়ী হয়েছেন। আজ রোববার ওই এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিজয়ী প্রতাপ কুমার রায় পেয়েছেন সাত হাজার ৭৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ হেলাল উদ্দিন পেয়েছেন চার হাজার ৭৪১ ভোট।
রোববার সন্ধ্যা সোয়া ৭টায় ঘোষিত বেসরকারি ফলাফলে প্রতাপ কুমার রায়কে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ডুমুরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ জাহিদুর রহমান।
মোটরসাইকেল প্রতীক নিয়ে তিন হাজার ৭৪৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা শেখ বদরুজ্জামান তসলিম। বিএনপির প্রার্থী দৌলত হোসেন সরদার পেয়েছেন দুই হাজার ৬৯৭ ভোট।
এর আগে ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে সকাল থেকে মোট ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মোট ভোটার সংখ্যা ছিল ২৪ হাজার ১৫৪ জন। এর মধ্যে ভোট পড়েছে ১৯ হাজার ১৪৪টি। বিভিন্ন কারণে রিটার্নিং অফিসার ১২৭টি ভোট বাতিল করেন।
২০১৬ সালের ২২ মার্চ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স ম আব্দুল কাইয়ুম চলতি বছরের ২৩ জানুয়ারি মৃত্যুবরণ করেন। এ কারণে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।