ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নগরীর মজিদ সরণির একটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম আকন ওরফে নজু (৫০)। তাঁর বাড়ি নগরীর জিরোপয়েন্ট এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিববাড়ি থেকে মোটরসাইকেলে করে নজু ও তাঁর বন্ধু বজলু নগরীর জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন। পথে মজিদ সরণির সার্জিক্যাল ক্লিনিকের সামনে গেলে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নজু মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই নজুর মৃত্যু হয়। এ ঘটনায় বজলুও আহত হন।
পরে স্থানীয় লোকজন ধাওয়া করে নতুন রাস্তার মোড় থেকে ট্রাকটিকে আটক করে। তবে চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।