মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির কমিটি গঠিত

মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন বদরুল আলম হিরো এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রেজাউল মুন্সী।
আজ রোববার শ্রীপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতিসহ কমিটির অন্যান্য পদে নেতৃত্ব নির্বাচন করা হয়। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. খলিলুর রহমান।
উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরো একইসঙ্গে শ্রীপুর উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ কলেজ রোড এলাকায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আলী করিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আকতার হোসেন, শ্রীপর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নালিম, সিকদার মনজুরুল আলম প্রমুখ।