খুলনায় নৌযান মেরামত কারখানা সরিয়ে নিতে মানববন্ধন

খুলনার কাস্টমস ঘাট এলাকা থেকে নৌযান মেরামত কারখানা ও ট্রেনিং সেন্টার অন্য জায়গায় সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর কাস্টমস ঘাট এলাকায় এ মানববন্ধন করেন স্থানীয় ব্যবসায়ী ও ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকরা।
মানববন্ধনে সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন রাজনীতিবিদ ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ সময় থেকে এই এলাকায় ইট, বালু, কাঠ, কয়লা ও পাথরসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আর ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৩০ হাজার লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই স্থানের সব ব্যবসাপ্রতিষ্ঠান উঠিয়ে দিয়ে নৌযান মেরামত কারখানা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে এখানে কর্মরত শ্রমিকরা বেকার হয়ে পড়বে। খুলনায় নৌযান মেরামত কারখানা তৈরি করার মতো অনেক সরকারি খাসজমি রয়েছে। সেখানে এই প্রতিষ্ঠান নির্মাণ করে এই অঞ্চলে ব্যবসায়ীদের জীবন-জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।