সৌদি প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

পাবনা পৌর সদরের শালগাড়িয়া রেলপাড়া এলাকায় বকুল সরদার (৩৫) নামের সৌদি আরবপ্রবাসী এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত বকুল সরদার পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া বাগানপাড়া মহল্লার আকুব্বর সরদারের ছেলে।
পাবনা সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সুব্রত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় বকুল সরদার শালগাড়িয়ায় নির্মিতব্য নতুন রেলস্টেশনের কাছে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বকুল সরদারের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কারা, কী কারণে বকুল সরদারকে হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।
পারিবারিক সূত্র জানায়, বকুল সরদার সৌদি আরবে থাকতেন। মাঝেমধ্যে দেশে আসা-যাওয়া করতেন। বছর খানেক আগে দেশে ফিরে জমিজমা দেখাশোনা করতেন।