চাঁদা না পেয়ে রাবি শিক্ষার্থীকে পেটাল বখাটে

চাঁদা না পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে স্থানীয় এক বখাটে। আজ মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুরে অবস্থিত মিলন ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী সবুজ বিন হাফিজ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তাঁর বাম হাত ও পায়ে গুরুতর জখম হয়েছে। অভিযুক্ত বখাটে বনি ধরমপুর এলাকার রবিউল ইসলামের ছেলে।
ভুক্তভোগী শিক্ষার্থী সবুজ জানান, তিনি কিছুদিন আগে ধরমপুর এলাকার মিলন ছাত্রাবাসে উঠেছেন। গতকাল সোমবার রাতে স্থানীয় বখাটে বনি তাঁর চার-পাঁচ সঙ্গীসহ সবুজের কক্ষে এসে চাঁদা দাবি করে। সবুজ চাঁদা দিতে রাজি না হলে তাঁকে মারধরের হুমকি দেয় এবং মঙ্গলবার দুপুরের মধ্যে চাঁদা দেওয়ার আলটিমেটাম দিয়ে চলে যায়।
সবুজ আরো বলেন, ‘মঙ্গলবার সকালে আমি বিষয়টি ছাত্রাবাসের মালিককে জানাই। মেস মালিক বিষয়টি বনির বাবাকে জানিয়ে ছেলেকে সাবধান হতে বলেন। এ কথা শোনার পর বিকেলে বনি আমার কক্ষে ঢুকে লাঠি দিয়ে পেটাতে থাকে। এ সময় আমার বাম হাত গুরুতর জখম হয়।’
পরে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা সবুজকে উদ্ধার করে রাবির চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসেন। চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত নার্স জানান, সবুজের বাম হাত ও পায়ে গুরুতর জখম হয়েছে। তবে এক্সরে করলে বোঝা যাবে হাতের বা পায়ের হাড় ভেঙেছে কি না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান এনটিভি অনলাইনকে বলেন, ভুক্তভোগী সবুজ অভিযোগ করলে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে এভাবে বিনা কারণে কেউ পেটাবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।