মাগুরা পৌরসভাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা

আনুষ্ঠানিকভাবে মাগুরা পৌরসভাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেছেন মেয়র খুরশিদ হায়দার টুটুল। এ সময় শতাধিক ভিক্ষুককে গরু, ছাগল, ভ্যান, টিন, টাকা বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাগুরার আছাদুজ্জামান মিলনায়তনে পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলের সভাপতিত্বে ভিক্ষুকমুক্ত ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন মাগুরার জেলা প্রশাসক মো. মাহবুবর রহমান।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক খন্দকার আজিম আহমেদ, প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, কাউন্সিলর মনিরা খাতুন শাবানা প্রমুখ।
বক্তারা ভিক্ষাবৃত্তির অভিশাপ থেকে উপস্থিত ভিক্ষুকদের মুক্ত হয়ে স্বনির্ভর হওয়ার আহ্বান জানান।