তানোরে নিজ দোকানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

রাজশাহীর তানোর উপজেলার থানার মোড়ে নিজ দোকান থেকে আজ বুধবার কীটনাশক ব্যবসায়ী মুকুল হোসেনের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মুকুল হোসেনের বাড়ি তানোর পৌরসভার ধানকৈড় গ্রামে। তিনি বেশ কয়েক বছর ধরে থানার মোড়ে কীটনাশকের ব্যবসা করে আসছেন। বুধবার দুপুরে অজ্ঞাত কারণে দোকান বন্ধ করে ফ্যানের সঙ্গে দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস দেন তিনি। এতে তাঁর মৃত্যু হয়। পরে লোকজন টের পেলে দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মুকুলের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।