ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বদরপুরে সন্দেহভাজন তিন ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, এলাকায় একদল ডাকাত হানা দিয়েছে—এ খবর পেয়ে এলাকাবাসী তিনজনকে গণপিটুনি দেয়। আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁদের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ফাহাদ বিন ওয়াজেদ ফাইন জানান, সম্প্রতি ফরিদপুরের কৈজুরী এলাকায় পরপর কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা মালামাল লুণ্ঠনের পাশাপাশি কয়েকজন নারীকে যৌন নির্যাতন করে। বুধবার রাতে একদল ডাকাত ওই গ্রামে হানা দিলে এলাকাবাসী প্রতিরোধ করে এবং ডাকাতদের গণপিটুনি দেয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গণপতি বিশ্বাস শুভ জানান, গণপিটুনির শিকার তিনজনকে হাসপাতালে আনার পর মৃত্যু হয়।