অবরোধে নিহত ব্যক্তিদের জন্য শুক্রবার গায়েবানা জানাজা

২০ দলীয় জোটের ডাকে টানা অবরোধ-হরতালে নিহত মানুষদের জন্য আগামী শুক্রবার সারা দেশে গায়েবানা জানাজার আয়োজন করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। এরপর বেলা আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে তারা।
আজ বুধবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এই কর্মসূচি ঘোষণা করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেক মা তাঁর সন্তানকে হারিয়েছেন। অনেক বোন তাঁর ভাইকে হারিয়েছেন। অনেক স্ত্রী তাঁর স্বামীকে হারিয়েছেন। বিএনপি- জামায়াত যুদ্ধ ঘোষণা করেছে জনগণের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে নয়। এ যুদ্ধের কারণে আজকে নিরীহ মানুষগুলো জীবন দিলেন।’
মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘আমি খালেদা জিয়াকে প্রশ্ন করতে চাই, একবার চিন্তা করে দেখেছেন, এ কয়দিন ধরে এভাবে কাঁদছে আমার শ্রমিকের মা, রিকশাচালকের মা। আপনি এ ধ্বংসযজ্ঞ বন্ধ করেন। আপনার এ মরণখেলা বন্ধ করেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, বাংলাদেশ সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া প্রমুখ।