ফেল করে ছাত্রী ট্রেনের নিচে, বাঁচাতে গিয়ে খালাও নিহত
এসএসসি পরীক্ষায় ফেল করে জামালপুরের ইসলামপুর উপজেলায় এক শিক্ষার্থী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তাকে বাঁচাতে গিয়ে তার খালারও মৃত্যু হয়েছে ট্রেনে কাটা পড়ে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার হাড়িয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীন-ই-আলম জানান, ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের হাড়িয়াবাড়ি গ্রামের আবদুস সালামের মেয়ে শারমিন আক্তার এবার শহীদ খালেদ মোশারফ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। আজ ফল প্রকাশ হলে দেখা যায় সে ফেল করেছে। এ খবর জানার সঙ্গে সঙ্গে বাড়ির কাছে রেললাইনে দৌড়ে গিয়ে ঢাকাগামী আন্তনগর তিস্তা ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে শারমিন। তাকে বাঁচাতে পেছনে ছুটে যান খালা সুখতারা বেগম (২৫)। এ সময় সুখতারা বেগমও ট্রেনে কাটা পড়ে মারা যান।
খবর পেয়ে ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম এহছানুল মামুন ও ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।