সাফাতকে গ্রেপ্তারে ‘আপন ঘরে’ পুলিশ

রাজধানীর হোটেলে আটক রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের মামলার ১ নম্বর আসামি সাফাত আহমেদকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান ২ নম্বর সেক্টর এলাকায় সাফাতের নিজ বাড়ি ‘আপন ঘরে’ অভিযান শুরু করে পুলিশ।
বনানী থানার দুই উপপরিদর্শক (এসআই) ৮-১০ জন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে অভিযানে অংশ নেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই বাড়ির ভেতরে পুলিশের অভিযান চলছিল।
বাড়ির ফটকে অবস্থানরত সাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের গানম্যান ইউসুফ গাজী এনটিভি অনলাইনকে জানান, সাফাত আহমেদ গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত বাসাতেই ছিলেন। তবে এখন বাসায় আছেন কি না, তা জানাতে পারেননি তিনি।
বেশ কিছু পুলিশ সদস্য তদন্ত করতে বাসায় এসেছেন বলে উল্লেখ করেন ইউসুফ।