খুলনায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

খুলনার ফুলবাড়ী গেটসংলগ্ন জনতা সিনেমা হলের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. মোস্তাফিজুর রহমান বাবলু (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টায় খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান বাবলু স্থানীয় সোনালী জুট মিল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার বাবা মো. ফজলু সরদার ওই মিলের শ্রমিক। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্কুলছাত্র বাবলু সকালে বাইসাইকেল চড়ে ফুলবাড়ী গেট এলাকায় প্রাইভেট পড়তে যাচ্ছিল। জনতা সিনেমা হলের সামনে যশোরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) আবু হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।