চাঁপাইনবাবগঞ্জে আন্তনগর ট্রেনের দাবিতে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি আন্তনগর ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
জেলা যুবলীগের সভাপতি মাসিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবির পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি আন্তনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর রেলপথ সংস্কার, আমনুরা রেলওয়ে জংশনে বাইপাস রেলপথ নির্মাণ ও আধুনিক রেলস্টেশন নির্মাণ হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সরাসরি আন্তনগর ট্রেন চালু হয়নি। বক্তারা দ্রুত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান।
পরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।