মাগুরা জেলা ছাত্রলীগের নতুন কমিটি

বাংলাদেশ ছাত্রলীগের মাগুরা জেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মীর মেহেদী হাসান রুবেল সভাপতি ও আলী হোসেন মুক্তা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদ্যঘোষিত কমিটির নেতাদের স্বাগত জানিয়ে শহরে মোটরসাইকেল র্যালি বের হয়।
এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ১১ জনের পদ ও নাম উল্লেখ করে আগামী এক বছরের জন্য মাগুরা জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়।
এ কমিটির অন্যরা হচ্ছেন সহসভাপতি সৈয়দ রাব্বী ইসলাম সাগর, মো. রিয়াদ মুন্না ও ইনামুল কবির জুয়েল, যুগ্ম সম্পাদক মো. নাহিদ খান, হামিদুল ইসলাম ও আলিমুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক মো. শামছুর রহমান ও সাব্বির আহমেদ নাজমুল এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মো. জাহেরুল ইসলাম।
গতকাল মাগুরা সরকারি হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগের সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য আবদুর রহমান।
সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-২ সাইফুজ্জামান শিখর, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ টি এম আবদুল ওহাব, জেলা আওয়ামী লীগের সভাপতি খান তানজেল হোসেন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুস্তম আলী, সাবেক চেয়ারম্যান আবু নাসির বাবলু ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।
সম্মেলনে বক্তারা বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে হবে। অন্যদিকে বিএনপি-জামায়াতের অপপ্রচার রোধে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেলের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মো. তোফাজ্জেল হক চয়ন, আবু হুসাইন বিপু, সাংগঠনিক সম্পাদক মো. শওকতুজ্জামান সৈকত, কাজী মিরাজুল ইসলাম ডলার, জেলা যুবলীগের আহ্বায়ক মো. জলুর রহমানসহ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।
আর বিকেলে আছাদুজ্জামান মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়। পরে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা দেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।