চাঁপাইনবাবগঞ্জে ‘জেএমবির সাত সদস্য’ আটক, বিস্ফোরক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে দুদিনের ‘জঙ্গিবিরোধী’ অভিযানে সাতজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
আজ শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ টি এম মোজাহিদুল ইসলাম। আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন বিস্ফোরক দ্রব্য ও বইপত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি। শুক্রবার বিকেলেই আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ টি এম মোজাহিদুল ইসলাম বলেন, ‘গত দুদিন ধরে আমরা জঙ্গিবিরোধী অভিযান করছি। অভিযানে আমরা সাত জঙ্গিকে আটক করতে সমর্থ হয়েছি।’
এ টি এম মোজাহিদুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে জেএমবি সদস্য গুঠইল গ্রামের হারুন অর রশিদ (২৫), কামাল উদ্দীন (৩২), বেড়াচকি গ্রামের নাসিম রেজা সাহিন (২০), শ্রীরামপুর গ্রামের ফিরোজকে (২২) আটক করা হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার শিবনগর গ্রামে বাবু নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়িতে মাটির নিচের লুকানো একটি ড্রাম থেকে সাড়ে চার কেজি গানপাউডার ও সাড়ে ৫২ কেজি ‘এক্সপ্লোসিভ পাওয়ার জেল’ উদ্ধার করা হয়। বাবুর পাশাপাশি একই উপজেলার রাঘবপুর গ্রাম থেকে আজিজুল ও সদর উপজেলার ফাটাপাড়া গ্রাম থেকে আবদুল হাকিমকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম।