আমরা দিন দিন আরো বেশি সাহসী হচ্ছি : আইজিপি
পুলিশ দিন দিন আরো বেশি সাহসী ও সক্ষম হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, জঙ্গি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাহসের সঙ্গে কাজ করে চলেছেন।
আজ মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরে রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি বিরোধী অভিযানে নিহত ফায়ার সার্ভিসকর্মী মো. আবদুল মতিনকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।
গত ১১ মে গোদাগাড়ীর বেনীপুর গ্রামে জঙ্গি বিরোধী অভিযানে ফায়ার সার্ভিসকর্মী আবদুল মতিন নিহত এবং পুলিশের পাঁচ সদস্য আহত হন। আজকের সম্মাননা অনুষ্ঠানে মতিনের পরিবারকে সম্মাননা অর্থ হিসেবে দশ লাখ টাকা দেন পুলিশ প্রধান। মতিনের স্ত্রীর হাতে সাত লাখ ও মতিনের মাকে তিন লাখ টাকা দেওয়া হয়। পাশাপাশি ওই অভিযানে আহত পাঁচ পুলিশ সদস্যকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
দেশে জঙ্গি কার্যক্রমকে নির্মূল করতে পুলিশ সদস্যরা সব সময় কাজ করে যাবে বলে জানান আইজিপি শহীদুল হক। তিনি বলেন, ‘একটি ঘটনার পর তার থেকে অভিজ্ঞতা নিয়ে আবার পরবর্তী আমরা আরো সচেতন হচ্ছি। যত চ্যালেঞ্জ আসুক, যতই ঝুঁকি আসুক, যতই বিপদ আসুক আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব থেকে কোনোক্রমে এক পা পেছাব না। আমরা দিন দিন আরো বেশি সাহসী হচ্ছি, আরো বেশি সক্ষম হচ্ছি। এভাবে আমরা এগিয়ে যাব।’