ব্রাহ্মণবাড়িয়ায় বকেয়া পরিশোধের দাবিতে সড়ক ভবনে তালা

বকেয়া বিল পরিশোধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ভবনের প্রধান ফটকে আজ রোববার তালা ঝুলিয়ে দেন ঠিকাদাররা। ছবি : এনটিভি
বকেয়া বিল পরিশোধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ঠিকাদাররা। আজ রোববার দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া ঠিকাদার আন্দোলন কমিটি প্রায় আড়াই কোটি টাকা বকেয়া পরিশোধের দাবিতে জেলা সড়ক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন।
আন্দোলন কমিটির নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় আন্দোলন কমিটির সহ-সভাপতি আতাউর রহমান পিন্টু, খলিলুর রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শ্যামল ভট্টাচার্য এনটিভি অনলাইকে বলেন, ‘বকেয়া বিলের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’