চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ শহরের দুটি মেসে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ছাত্রশিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে গান পাউডার ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ও রাতে সদর থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহম্মেদ জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে ও রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের চাঁদলাই ও পাওয়ার হাউস মোড় এলাকার দুটি মেসে অভিযান চালায়। এ সময় চাঁদলাই থেকে আটজন ও পাওয়ার হাউস মোড় মেস থেকে পাঁচ শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ৮০০ গ্রাম গান পাউডার, জিহাদি বই, চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে বলে ওসি জানান।