চাঁপাইনবাবগঞ্জ বিএনপির তৃণমূলের প্রতিনিধি সভা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির তৃণমূলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের পাঠানপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক। চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি আইনজীবী রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে গণবিরোধী উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেন এবং সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি সাংগঠনিক বিষয়ে বক্তারা দলকে সুসংগঠিত করতে প্রতিটি স্তরের নেতাকর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এদিকে, সভা চলাকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যানের সঙ্গে জেলা সদরের নেতাদের তর্ককে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।