ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

পাবনার সাঁথিয়া উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবলীগ নেতা সুমন (বাঁয়ে) ও তাঁর সহযোগী সুজন। ছবি : এনটিভি
পাবনার সাঁথিয়া উপজেলায় আজ রোববার দুপুরে ৬৭০টি ইয়াবাসহ যুবলীগ নেতা সুমন (৩৩) ও তাঁর সহযোগী সুজনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সুমন নিজেকে কাশিনাথপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বলে দাবি করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, ইয়াবা ব্যবসায়ী যুবলীগ নেতা সুমন, সহযোগী সুজন ও লিটনকে নিয়ে মোটরসাইকেলে করে ইয়াবা বিক্রির জন্য বেড়ার সিঅ্যান্ডবি থেকে সাঁথিয়া হয়ে চব্বিশ মাইলের দিকে যাচ্ছিলেন। এ খবরের ভিত্তিতে তাঁর নেতৃত্বে পুলিশ সাঁথিয়া উপজেলাধীন হুইখালী স্থানে গিয়ে ওই মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় সুমন ও সুজন গ্রেপ্তার হলেও অপরজন লিটন পালিয়ে যান। তাঁদের কাছে ৬৭০টি ইয়াবা পাওয়া যায়।