খুলনা থেকে কলকাতা বাস সার্ভিস চালু

খুলনা থেকে কলকাতা পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত বাস চলাচল শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে নগরীর সাতরাস্তা মোড়ে গ্রিনলাইন বাস কাউন্টারে এই সার্ভিসের উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। ছবি : এনটিভি
খুলনা থেকে কলকাতা পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত বাস চলাচল শুরু হয়েছে। আজ সোমবার দুপুর ২টায় নগরীর সাতরাস্তা মোড়ে গ্রিনলাইন বাস কাউন্টারে এই সার্ভিসের উদ্বোধন করা হয়।
খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান বাস সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এস্টেট ব্যাংক অব ইন্ডিয়া খুলনা শাখার প্রধান মানিক চক্রবর্তী।
খুলনা থেকে কলকাতা বাস সার্ভিসের সার্বিক তত্ত্বাবধায়ক মঈন জমাদ্দার বলেন, আজ সকালে বাসটি ঢাকা থেকে মাওয়া-গোপালগঞ্জ হয়ে খুলনায় যায়। সেখানে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করা হয়। এরপর বাসটি বেনাপোল হয়ে কলকাতা পৌঁছাবে।
বাসটি খুলনা থেকে কলকাতা চলবে প্রতি সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার। শীতাতপ নিয়ন্ত্রিত এ বাসে খুলনা থেকে কলকাতা পর্যন্ত প্রতিজনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ৪০ আসনের এ গাড়িতে খুলনার জন্য বরাদ্দ থাকছে আটটি আসন।