অস্ত্র মামলায় পাঁচজনের ১৭ বছরের কারাদণ্ড

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি অস্ত্র মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার ১০ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ পারভেজ প্রকাশ্য আদালতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন মো. নূর আলম ওরফে হাবু, মো. নজরুল ইসলাম ওরফে তুহিন, মো. মান্নান, খোকন চন্দ্র বিশ্বাস ও মো. কামাল মুন্সি। তাঁরা সবাই বর্তমানে কারাগারে রয়েছেন।
বিচারক রায়ে বলেন, আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় অবৈধভাবে অস্ত্র রাখার জন্য ১০ বছর করে এবং অবৈধভাবে গুলি রাখার জন্য সাত বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলো।
আজ রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের আগে এ মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৮ এপ্রিল রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ১৪(৩)১৪ নম্বরের একটি ডাকাতি মামলায় আসামিদের গ্রেপ্তার এবং ডাকাতি করা গাড়ি উদ্ধারের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিম শাখা অভিযান চালায়। ওই দিন রাতে ডাকাতি করা সিলভার রঙের একটি প্রাইভেটকারসহ তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাত রাস্তার মোড় থেকে আসামিদের আটক করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি মতে গাড়ি থেকে চারটি গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল এবং একটি পলিথিনের ব্যাগের ভেতর ১৩টি গুলি উদ্ধার করে পুলিশ।
ওই ঘটনায় ডিবি পশ্চিমের পরিদর্শক মাহবুব উর রশিদ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অস্ত্র মামলা করেন। মামলাটি তদন্তের পর তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক শেখ হাসান মোহাম্মাদ মোস্তফা সারওয়ার আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ৩১ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন।