চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গিবিরোধী’ অভিযান, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘জঙ্গিবিরোধী অভিযানে’ সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এ ছাড়া ওই উপজেলা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে তারা।
জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া ও আলী সাহাপাড়া এবং গোমস্তাপুর উপজেলার চকপুস্তম ও বালুগ্রাম-শিমুলতলা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে আজ বুধবার ভোর ৪টা থেকে চারটি বাড়ি ঘিরে রাখেন র্যাব ৫-এর সদস্যরা।
অভিযানের সময় চাঁদপাড়া এলাকার আবদুল মজিদ তানুকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে র্যাব জানায়।
বেলা সোয়া ১১টায় অভিযানের সমাপ্তি ঘোষণা করে র্যাব। অভিযান শেষে র্যাব ৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অভিযান সম্পর্কে ধারণা দেন।
কর্নেল মাহবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪টায় গোমস্তাপুর উপজেলায় জঙ্গিবিরোধী অভিযানে সন্দেহভাজন হিসেবে চকপুস্তম গ্রামের সাইফুল ইসলাম, বালুগ্রাম শিমুলতলা এলাকার শুকুদ্দি ও বালুগাম রাজারামপুর গ্রামের জাহাঙ্গীরকে আটক করা হয়।
কর্নেল মাহবুবুল আলম আরো জানান, ‘আটক তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে নাচোলের ফতেপুর ইউনিয়নের আলী সাহাপাড়া গ্রামের আফজালের বাড়ি, গোমস্তাপুর উপজেলার চকপুস্তম গ্রামে এজাবুল হক ও বালুগ্রাম-শিমুলতলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শুকুর আলীর বাড়ি ঘিরে রাখেন র্যাব-৫ সদস্যরা।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযানে মোট চারটি বাড়িতে তল্লাশি করা হয়। এরপর অভিযান শেষ ঘোষণা করা হয়। অভিযানের সময় গোমস্তাপুর উপজেলা থেকে তিন কেজি গান পাউডার, চারটি পিস্তল, একটি খেলনা পিস্তল, ১৩টি গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
কর্নেল মাহবুবুল আলম আরো জানান, ‘আটক তিনজনের সঙ্গে আরো কয়েকজনের যোগাযোগ থাকতে পারে।’