অর্থমন্ত্রীর এপিএস পরিচয়ে ডিসিকে ঘুষ দিতে গিয়ে ধরা

মাগুরায় অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) পরিচয়ে নিয়োগের জন্য জেলা প্রশাসককে (ডিসি) ঘুষ দিতে আসা এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকাসহ আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তির নাম তৌহিদুর রহমান। তিনি নারায়ণগঞ্জে থাকেন বলে জানা গেছে।
আজ শুক্রবার মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ২৪টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই হাজার ৬০০ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সভা চলাকালে ডিসি মোহাম্মদ আতিকুর রহমানের সঙ্গে অর্থমন্ত্রীর এপিএস মিজানুর রহমান পরিচয় দিয়ে মোবাইল ফোনে ও টেলিফোনে ফোনে কথা বলেন ওই ব্যক্তি। এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। তাঁদের কথোপকথনের একপর্যায়ে জেলা প্রশাসক তাঁর গানম্যান আকবর ও একান্ত সহকারী বাদশাকে ডেকে ওই ব্যক্তির ব্যাগ তল্লাশি করেন। এ সময় তাঁর ব্যাগে পাঁচ লাখ টাকা ও আজকে পরীক্ষার একটি প্রবেশপত্র পাওয়া যায়। পরে জেলা প্রশাসক ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেন।