বিএনপি নেতা হত্যা : খুলনায় হরতাল চলছে

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু হত্যার প্রতিবাদে খুলনায় আধাবেলা হরতাল চলছে। আজ শনিবার সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়েছে।
কোথাও কোনো পিকেটিং না থাকায় ফুলতলা উপজেলা ছাড়া নগরীর বেশির ভাগ স্থানে দূরপাল্লার বাসসহ সব যানবহনই সীমিত আকারে চলাচল করছে। তবে ব্যবসাপ্রতিষ্ঠানসহ দোকানপাট বন্ধ রয়েছে। খুলনার নিউমার্কেটসহ বড় বড় বিপণিবিতান খোলেনি। নিরাপত্তার জন্য নগরীর গুরুত্বপূর্ণ স্থানে জলকমানসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হরতাল চলাকালে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর জাতিসংঘ পার্ক থেকে কালো পাতাকা মিছিল বের হয়। পরে মিছিলটি দলীয় কার্ষলয়ে গিয়ে শেষ হয়। এর পর সকাল ৯টায় নগরীর মিয়াপাড়া মোড় থেকে বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে শোকর্যালি বের হয়।
গত বৃহস্পতিবার ফুলতলায় নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে মিঠু ও তাঁর দেহরক্ষী নওশের গাজী নিহত হন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহত মিঠুর ভাই সেলিম সরদার জানান, আজ দুপুরে মামলা করা হতে পারে।
পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে ইমরুল শেখ ও রফিকুল শেখ নামের দুজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।