শোলাকিয়ায় জঙ্গি হামলা : রাজীব গান্ধী ৩ দিনের রিমান্ডে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/05/29/photo-1496057324.jpg)
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের পাশে জঙ্গি হামলার ঘটনায় জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. ইকবাল মাহমুদ এই আদেশ দেন।
এর আগে শোলাকিয়া মাঠে জঙ্গি হামলার ঘটনায় জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কিশোরগঞ্জের আদালতে আবেদন জানানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মুর্শেদ জামান এই আবেদন করেন। সেই আবেদনের প্রক্রিয়া শেষে আজ দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজীব গান্ধীকে আদালতে নেওয়া হয়।
তদন্ত কর্মকর্তা মো. মুর্শেদ জামান জানান, জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলাসহ সারা দেশে পরিচালিত ২৩টি জঙ্গি হামলার ঘটনায় করা মামলার আসামি হিসেবে রাজীব গান্ধী ঢাকায় কারাগারে আটক ছিলেন। রাজীব গান্ধীর বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ভুতমারা গ্রামে।
গত বছরের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন সকালে শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে আজিমুদ্দিন স্কুলের পাশে পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় পুলিশের দুই সদস্য, এক জঙ্গি ও বাড়ির ভেতরে থাকা এক গৃহবধূসহ চারজন নিহত হয় এবং আট পুলিশসহ তিন পথচারী গুরুতর আহত হয়।
হামলার তিনদিন পর ১০ জুলাই দুইজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে ছয়টি ধারায় করা মামলায় অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়। পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামছুদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
এজাহারভুক্ত দুই আসামির মধ্যে শফিউল ইসলাম গত বছরের ৫ আগস্ট ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। বর্তমানে ওই মামলায় আসামি হিসেবে ঘটনাস্থলে আটক জঙ্গি জাহিদুল হক ওরফে তানিম ও জঙ্গিদের আশ্রয়দাতা বাড়ির মালিক আনোয়ার হোসেন কিশোরগঞ্জ কারাগারে রয়েছেন।