দিস ইজ দি অনলি সলিউশন : বি. চৌধুরী

দেশের বর্তমান পরিস্থিতিকে জাতীয় সংকট উল্লেখ করে এই সংকট থেকে উত্তরণে অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় বদরুদ্দোজা চৌধুরী এ আহ্বান জানান।
সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী বলেন, ‘মহামান্য প্রধানমন্ত্রী উচ্চ আসনে বসে আছেন, সর্বোচ্চ আসনে বসে আছেন। সেই হিসেবে এই অশান্তি, এই বিশৃঙ্খলা, এই জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য অবিলম্বে, অবিলম্বে, যত দেরি করবেন দেশের তত বেশি ক্ষতি হবে। অবিলম্বে আপনি (প্রধানমন্ত্রী) আলোচনায় বসুন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে। পরিষ্কার কথা। দিস ইজ দি অনলি সলিউশন। এটা একমাত্র, একমাত্র এবং একমাত্র উপায়; যা দিয়ে আপনি দেশকে রক্ষা করতে পারেন।’
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি আরো বলেন, এই সংকটের মূল কারণই হচ্ছে ৫ জানুয়ারির নির্বাচন, যাকে নির্বাচনই বলা যায় না। এরপরও সব দলের অংশগ্রহণে একটি নির্বাচনের আয়োজন না করায় পরিস্থিতি এই পর্যায়ে গেছে।
তাই পরিস্থিতি স্বাভাবিক করতে প্রধানমন্ত্রীকেই সংলাপের আয়োজন করতে হবে। তিনি বলেন, পেট্রলবোমা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে কারা এগুলো করছে তা জনগণের সামনে হাজির করতে হবে।
বি চৌধুরী অভিযোগ করেন, ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যা হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে।