‘ডন থ্রি’ ছাড়ছেন কিয়ারা

এক যুগের বেশি সময় ধরে চলা গুঞ্জন থেমে গেছে। অফিসিয়াল ঘোষণায় বলিউডে চলে এসেছে নতুন ‘ডন’, রণবীর সিং। আর প্রিয়াঙ্কা চোপড়ার স্থলাভিষিক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।
কিন্তু এবার শোনা যাচ্ছে, ডন থ্রি করবেন না কিয়ারা। ইতিমধ্যে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন তিনি। তাই ইচ্ছা থাকলেও ডন থ্রি সিনেমাটি করতে পারছেন না কিয়ারা।
চলতি বছরের মাঝামাঝি সময়ে ডন থ্রির শুটিং শুরুর কথা। কিন্তু মা হওয়ার ঘটনায় সবকিছু নতুন করে গুছিয়ে নিচ্ছেন কিয়ারা আদভানি। এই সময়টাতে মাতৃত্বকালীন বিরতি নিতে চাইছেন তিনি। প্রেগন্যান্সির সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান। অভিনেত্রীর সিদ্ধান্তকে মেনে নিয়েছেন নির্মাতারা। তবে এ নিয়ে এখনো কিয়ারা ও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। শোনা যাচ্ছে, ইতিমধ্যে ডন থ্রির নতুন নায়িকা খোঁজা শুরু হয়েছে।
বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় সিনেমার দর্শকদের বাইরে বিশ্বব্যাপী দর্শকদের কথা মাথায় রেখে ২৭৫ কোটি রুপির বাজেটে নির্মাণ করা হবে সিনেমাটি। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন হলিউডের নামি নির্মাতারা। এ ছাড়া ভিএফএক্স থেকে ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্যও বড় বাজেট খরচ করবেন নির্মাতারা।
যেখানে শাহরুখকে নিয়ে ২০১১ সালে নির্মাত হওয়া ‘ডন ২’ সিনেমার বাজেট ছিল ১০০ কোটির কম।
ফারহান আখতার ও প্রযোজক রিতেশ সিধওয়ানি ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি কিনে নেওয়ার পর ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে প্রথমবার ‘ডন’ সিনেমাটি নির্মাণ করেন ফারহান। ফারহানের নির্মিত সিনেমাটির জনপ্রিয়তায় ২০১১ সালে দ্বিতীয় পর্ব বানিয়ে ফেলেন তিনি। সিনেমা দুটি বড় বাজেটে নির্মাণ না হলেও বক্স অফিসে দারুণ সাফল্য পায়।