দেশ উন্নয়নের মহাসড়কে : নৌমন্ত্রী

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে।
আজ শুক্রবার দুপুরে যশোরের নওয়াপাড়া নৌবন্দর এলাকায় ভৈরব নদে ড্রেজিংকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
শাজাহান খান বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া মিথ্যাচারের ওস্তাদ। বিশ্বে কখনো যদি মিথ্যাচারের জন্য চ্যাম্পিয়নশিপ দিতে হয়, তাহলে তা খালেদা জিয়াকে দিতে হবে।’
গতকাল বৃহস্পতিবার খালেদা জিয়া বলেন, প্রস্তাবিত বাজেট লুটপাটের ও চুরির বাজেট।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক। অন্যদের মধ্যে বক্তৃতা করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। এ কাজের আওতায় খুলনা-নওয়াপাড়া নৌপথের ড্রেজিং করা হবে।
প্রধান অতিথির বক্তৃতায় নৌমন্ত্রী দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে আবার নৌকা প্রতীকে আস্থা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি নওয়াপাড়া ভৈরব নদে নতুন একটি ফেরি প্রদান এবং এ বন্দরের উন্নয়নে যাবতীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।