রাবির সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চারদিকে বইছে বর্ষার আমেজ। এই বর্ষাধারা গাছের সবুজ পাতায় জমে থাকা ধুলাবালির ধূসর স্তর ঝেড়ে ফেলেছে। তাই প্রকৃতি যেন সেজেছে নতুন সাজে। চারদিকে সবুজের সমারোহ। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরের চিত্র এটি।
সব ঋতুতেই প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এর যেন জুড়ি নেই। তাই এই বিশ্ববিদ্যালয়ে যেকোনো সময় যে কেউ ঘুরতে এলে ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসায় সমসময় থাকেন পঞ্চমুখ।
বিশ্ববিদ্যালয়ের এই প্রাকৃতিক সৌন্দর্যকে ধরে রাখতে প্রশাসনও রয়েছে তৎপর। এরই পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আজ বুধবার সকালে মমতাজউদ্দিন কলাভবনের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান এবং কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদ। এ ছাড়া বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কমিটির সদস্য সচিব অধ্যাপক সাবরিনা নাজসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।